গাজীপুরে পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
সামাজিক দূরত্ব বজায় রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক সদরচালা এলাকায় পাঁচ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (০৬ মে) সকালে গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য মনোয়ার হোসেন শাহীনের উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করা হয়। এলাকার পাঁচ শতাধিক মোটর, রিকশা, শিল্প ও ইমারত শ্রমিক, প্রতিবন্ধী, পরিচ্ছন্নতাকর্মীসহ কর্মহীন অন্যান্য পেশার মানুষের মাঝে চাল-ডাল, আলু, পেঁয়াজ, তেল, হাত ধোয়ার সাবান ও মাস্ক বিতরণ করা হয়।
মনোয়ার হোসেন বলেন, শুরুতে অনেকেই ত্রাণ বিতরণ করলেও এখন বিতরণ করছেন না। এ অবস্থায় অনেকেই আগের মতো ত্রাণ সামগ্রী না পেয়ে অনাহারে দিন কাটাচ্ছেন। তাদের কথা চিন্তা করে আবারও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজার রেখে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন, কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, কালিয়াকৈর উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক হাসনা হেনা, মৌচাক ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পান্নু বেগমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
আমিনুল ইসলাম/এএম/এমএস