কিডনি রোগের চিকিৎসা নিতে এসে যুবক জানলেন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০৮ মে ২০২০

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গোপালগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা এক যুবক (২৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (০৮ মে) খুলনা মেডিকেলের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে করোনাভাইরাস পজিটিভ আসে তার। আক্রান্ত যুবক কিডনি সমস্যায় ভুগছিলেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও করোনা মুখপাত্র শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এক যুবক কিডনিজনিত সমস্যা নিয়ে খুলনা মেডিকেলে ভর্তি হন। পরে তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়। সেই সঙ্গে তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। শুক্রবার দুপুরে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে।

আলমগীর হান্নান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।