রাজবাড়ীতে আইসোলেশনে থাকা বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১৩ মে ২০২০
ফাইল ছবি

রাজবাড়ী সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল গফফার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার মিজানপুরের বাগমারা এলাকার বাসিন্দা।

এদিকে রাজবাড়ীর গোয়ালন্দ সাইনবোর্ড এলাকার (১৫) বছর বয়সী এক কিশোরীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজবাড়ীতে মোট ১৬ জন করোনা রোগী শনাক্ত হলো। এখন পর্যন্ত ১১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং করোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুজন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, বিকেলে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন। তিনি আজই শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া আজ নতুন করে গোয়ালন্দে এক মেয়ের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে রাজবাড়ীতে মোট ১৬ জন রোগী শনাক্ত হলো।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি'র পাঁচজন কর্মচারী ও তাদের মেসের রাঁধুনী করোনায় আক্রান্ত হওয়ার পর এবার ওই রাঁধুনীর প্রতিবেশী এক কিশোরী করোনায় আক্রান্ত হয়েছে এবং তাকে রাজবাড়ী সদরের করোনা হাসপাতালে আনা হচ্ছে।

রুবেলুর রহমান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।