সন্দ্বীপে বসতবাড়িসহ আগুনে পুড়ল নগদ ৬ লাখ টাকা
সন্দ্বীপ উপজেলার বাউরিয়া বেড়িবাঁধে অগ্নিকাণ্ডে নগদ ৬ লাখ টাকাসহ পুড়ে গেছে বসতবাড়ি। পুড়ে যাওয়া ঘরে আরও প্রায় ১০ লাখ টাকার আসবাবপত্র ছিল বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে সন্দ্বীপের বাউরিয়া বেড়িবাঁধের রুহুল মোহাম্মদ মনিরের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের কয়েক ঘর পুড়ে যায়।
বেড়িবাঁধের বাসিন্দারা জানান- রান্না ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মিলে শ্যালো মেশিন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু তার ঘরে থাকা ৬ লাখ টাকা পুড়ে গেছে।
সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে ২টি ঘর পুড়ে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সাথে নগদ টাকা পুড়ে গেছে ৬ লাখ টাকা।
এফআর/এমএস