ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে আহত যুবকের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১০:০০ পিএম, ২৩ মে ২০২০
ফাইল ছবি

যশোরের বেনাপোলে সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডবে ঘর চাপা পড়ে গুরুতর আহত শাহিন আলী (২৭) নামে এক রংমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থা মারা গেছেন। শনিবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

শাহিন আলী বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের শাহেব আলী ছেলে। এ নিয়ে সাইক্লোন আম্ফানের তাণ্ডবে গাছ ও দেয়াল চাপা পড়ে শার্শা-বেনাপোলে পাঁচজনের মৃত্যু হলো।

শাহিনের বড় ভাই কামাল হোসেন বলেন, গত বুধবার (২০ মে) ঘূর্ণিঝড় আম্ফানে ঘরের দেয়াল ভেঙে আমার ছোট ভাই চাপা পড়ে। এতে তার ঘাড়ে ও বুকে গুরুতর আঘাত পায়। বৃহস্পতিবার (২১ মে) সকালে তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেন। কিন্তু ঢাকায় নেয়ার সামর্থ্য না থাকায় বাড়িতে ছিল শাহিন। শনিবার দুপুরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

জামাল হোসেন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।