হাজার ছাড়ালো গাজীপুরে করোনা আক্রান্তের সংখ্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৮ মে ২০২০

গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার পর হয়ে গেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৯ জনে।

বৃহস্পতিবার গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬১ জন। তাদের মধ্যে গাজীপুর সদরে ৫৬ জন, কালীগঞ্জে ২ জন ও শ্রীপুর উপজেলায় ৩ জন।

গাজীপুরে মোট আক্রান্ত এক হাজার ২৯ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ১০০ জন, কালীগঞ্জে ১২৩, কাপাসিয়ায় ৮৬, শ্রীপুর উপজেলায় ৫৬ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে ৬৬৪ জন রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৪ জন। মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়েছেন ২২৫ জন।

সিভিল সার্জন আরও বলেন, গাজীপুর জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। গাজীপুর থেকে এ পর্যন্ত ৮ হাজার ৮০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে পজিটিভ এসেছে এক হাজার ২৯ জনের।

আমিনুল ইসলাম/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।