করোনাভাইরাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:০২ পিএম, ২৮ মে ২০২০
প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত সুমাইয়া সিকদার রাজধানীর তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্স (২০১৮-২০১৯) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি টঙ্গীর আরিচপুর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

নিহতের বাবা সামসুল হক বলেন, আমার মেয়ের মৃত্যুর পর বৃহস্পতিবার ভোরে মোহাম্মদপুর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। সে করোনাভাইরাসে আক্রান্ত ছিল।

পরিবারের বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, করোনা শনাক্তের পর ওই ছাত্রীকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নেয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তার মৃত্যু হয়। বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লকডাউন করা হয়েছে।

আমিনুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।