বগুড়ায় করোনাভাইরাস : একদিনে নারী-শিশুসহ আক্রান্ত ৩৫
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন করে আক্রান্তদের মধ্যে পুরুষ ২৮ জন, নারী চারজন ও শিশু তিনজন। এদের মধ্যে সদরের ১৮ জন, শাজাহানপুরের চারজন, গাবতলীর চারজন, আদমদিঘীর চারজন, কাহালু, শেরপুর, ধুনট, দুপচাচিয়া ও শিবগঞ্জে একজন করে।
এদের মধ্যে চেলোপাড়ার ছয়জন ও শিববাটির একই পরিবারের চারজন। নিশিন্দারার সেই শজিমেকের নার্সের পরিবারের দুইজন। সবাই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।
বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ২৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। মৃত্যু হয়েছে একজনের। এখন চিকিৎসাধীন রয়েছেন ২৫৫ জন।
এএম/পিআর