কালীগঞ্জে করোনা ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ৩১ মে ২০২০

গাজীপুরের কালীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আলামিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে তার মৃত্যু হয়। নিহত ওই যুবক কালীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের বাঘারপাড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।

অপরদিকে একই দিনের বিকেলে করোনা উপসর্গ নিয়ে রুবি বেগম (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারী কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাদগাতি গ্রামের ফোরকান মিয়ার স্ত্রী।

দুইজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ।

করোনায় আক্রান্ত হয়ে মৃতের পরিবারের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, রোববার (৩১) সকালে আলামিন উত্তরার একটি হাসপাতালে করোনা পরীক্ষা করান। পরে প্রতিবেদনে তার করোনা পজিটিভ আসে। বাড়িতে আইসোলেশনে চলে আসেন তিনি। কিন্তু বিকেলে শ্বাসকষ্ট অনুভব করেন তিনি। পরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, ভাদগাতি গ্রামের রুবি বেগম অসুস্থ হয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। মৃত ওই নারীর করোনা ছিল কি-না সেজন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে বিধি মোতাবেক দুটি মরদেহ দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক বলেন, করোনায় মারা যাওয়া যুবকের বাড়ির অন্য সদস্যদের নমুনা সংগ্রহ এবং তার বাড়িতে লকডাউন করা হয়েছে। অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে মৃত নারীর করোনাভাইরাস সংক্রমণ ছিল কি-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

আব্দুর রহমান আরমান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।