কালীগঞ্জে দুই ইউপি সদস্যসহ আরও ৭ জন করোনায় আক্রান্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০৩ জুন ২০২০

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বাহাদারসাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) দুইজন সদস্যসহ আরও সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ১৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করোনায় একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (০৩ জুন) এসব তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন করে কোভিড-১৯ শনাক্তের মধ্যে বাহাদুরসাদী ইউনিয়নের পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার), একই ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ (২৫) এবং খলাপাড়া গ্রামের একজন অটোচালক (৫০) ও তার স্ত্রী (৪৫) এবং জাঙ্গালিয়া ইউনিয়নের পরিষদের ডিজিটাল সেন্টারের একজন উদ্যোক্তা (৩৩)।

এছাড়া রূপগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের একজন বিদেশফেরত (৪০) করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার উপসর্গ থাকায় ২৮ মে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন তিনি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, সর্বশেষ সাতজনসহ কালীগঞ্জ মোট ১৫১ জন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। ১৫১ জনের মধ্যে ৯৮ জন করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

অপরদিকে, দুইজনকে গাজীপুরে কোভিড-১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও ৪৯ জন হোম আইসোলেশনে এবং সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজে অস্থায়ীভাবে স্থাপিত আইসোলেশন দুইজন পুলিশ সদস্য রয়েছেন।

আব্দুর রহমান আরমান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।