ময়মনসিংহে ২১৯ জনের করোনা প‌জি‌টিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৪:০০ এএম, ১৭ জুন ২০২০

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৫৬৪টি নমুনা পরীক্ষা শেষে ২১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে ১৪৫ জন, নেত্রকোনায় ১৯ জন, শেরপুরে ১০ জন এবং জামালপুরে ৩৯ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ২২৪ জনে।

মঙ্গলবার (১৬ জুন) রাত সোয়া ১২টার দিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন এ বি এম মসিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৫৬৪টি নমুনা পরীক্ষা করে ২১৯ জনের করোনা পজিটিভ এসেছে। ২১৯ জনের মধ্যে ময়মনসিংহের ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ সদরের ১১০ জন, ত্রিশালের ১৪ জন, ধোবাউড়ার ১০ জন, নান্দাইলের ৪ জন, গফরগাঁওয়ের ৪ জন, ভালুকার ২ জন ও ফুলপুরের ১ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা দেয়ার সময় ব্যক্তিদের দেয়া ঠিকানার বরাত দিয়ে তিনি বলেন, নেত্রকোনায় ১৯ জনের মধ্যে মোহনগঞ্জের ৬ জন, সদরের ৪ জন, আটপাড়ার ৩ জন, বারহাট্টার ২ জন, কেন্দুয়ার ১ জন ও দূর্গাপুরের ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন আরও জানান, জামালপুরে ৩৯ জনের মধ্যে সদরের ১১ জন, ইসলামপুরের ১৫ জন, মেলান্দহের ৯ জন ও মাদারগঞ্জের ৪ জন। শেরপুরের ১০ জনের মধ্যে সদরের ৮ জন ও নকলার ২ জন।

ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত ২ হাজার ২২৪ জনের মধ্যে ময়মনসিংহে ১ হাজার ২০৪ জন, জামালপুরে ৪৫৫ জন, নেত্রকোনায় ৩৬৬ জন এবং শেরপুরে ১৯৩ জন।

এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন। এ নিয়ে চার জেলায় সুস্থ হলেন মোট ৮০০ জন।

এ বিভাগে সর্বমোট মারা গেছেন ২১ জন। এর মধ্যে ময়মনসিংহে ১১ জন, জামালপুরে ৫ জন, নেত্রকোনায় ৩ জন ও শেরপুরে ২ জন।

এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।