কবিরাজ ডেকে বশ করতে গিয়ে স্বামীকেই মেরে ফেললেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৪ জুন ২০২০
ফাইল ছবি

দুই বিয়ে করেছিলেন রবিউল মোল্লা (৩০)। বিয়ের পর ছোট স্ত্রীর প্রতি বেশি ভালোবাসা সহ্য করতে পারছিলেন না বড় স্ত্রী। তাই কবিরাজ ডেকে এনে স্বামীকে নিজের বশে নিতে চেয়েছিলেন তিনি। কবিরাজের সেই বশিকরণ চিকিৎসায় প্রাণ হারিয়েছেন স্বামী রবিউল মোল্লা।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে খুলনার তেরখাদা উপজেলার উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল মোল্লা ওই গ্রামের মৃত সোবহান মোল্লার ছেলে। তার বড় স্ত্রীর নাম বালিনা (২৬) ও ছোট স্ত্রীর নাম শামীমা (২৫)। পরিবারে দুই স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত।

তেরখাদা থানা পুলিশের ওসি গোলাম মোস্তফা বলেন, পারিবারিক কলহের জেরে রবিউল মোল্লার প্রাণ গেছে। তার ছোট স্ত্রীর প্রতি বেশি ভালোবাসা সহ্য করতে না পেরে বড় স্ত্রী কবিরাজ নিয়ে এসেছিলেন। কবিরাজের চিকিৎসায় মধ্যরাতে মারা গেছেন রবিউল। প্রাথমিকভাবে কবিরাজের নাম জানা যায়নি। তবে তার বাড়ি বাগেরহাটে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া করছি। একই সঙ্গে এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আলমগীর হান্নান/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।