রাজবাড়ীতে ব্যবসায়ী হত্যায় আরও দুইজন গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২৪ জুন ২০২০

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর কাজিপাড়া এলাকার ইটভাটা ব্যবসায়ী শহিদ শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন মজুমদার।

ওসি স্বপন মজুমদার বলেন, ব্যবসায়ী শহিদ শেখ হত্যা মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি কাদের কাজিকে ঢাকার পল্লবী এলাকা থেকে ও ১০ নম্বর আসামি মাঈন উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত চারজনসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

গত ১৯ জুন সদর উপজেলার খানখানাপুর কাজিপাড়া এলাকার ইটভাটা ব্যবসায়ী শহিদ শেখকে গুলি করে হত্যা করা হয়। তিনি খোলাবাড়িয়া এলাকার মৃত ইব্রাহিম শেখের ছেলে। এ ঘটনায় শহিদের ছোট ভাই দেলোয়ার হোসেন দিপু বাদী হয়ে সদর থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

রুবেলুর রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।