সিলেটে করোনায় আক্রান্ত চিকিৎসক জহিরুল ইসলাম অচিনপুরী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০২:১০ এএম, ২৭ জুন ২০২০

‘অচিনপুরী ভাইছাব চেহারায় নূরানী ভাব তালে তালে করইন খালি দুন্দুরমুন্দুর। লাভ নাই, লাভ নাই। ছুছা খালি সার নাই, আমলের উগারোর ভিতরে হামাইগেছে উন্দুর, দুন্দুরমুন্দুর-দুন্দুরমুন্দুর’।

এমন অসংখ্য সিলেটের আঞ্চলিক ভাষার জনপ্রিয় গানের লেখক ও কণ্ঠশিল্পী এবং বিশিষ্ট চিকিৎসক জহিরুল ইসলাম অচিনপুরী করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১২২ জন করোনায় আক্রান্তদের মধ্যে ডা. জহিরুল ইসলাম অচিনপুরীও রয়েছেন।

জানা গেছে, ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম বেশ কিছু দিন ধরে সিলেটের রিকাবীবাজারস্থ জামান ম্যাশনে সালেহা আই কেয়ারে সপ্তাহে দুইদিন রোগী দেখতেন। সম্প্রতি তিনি অসুস্থবোধ করায় তার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় ধরা পড়ে করোনা।

পেশায় তিনি চক্ষু বিভাগের রেটিনা বিশেষজ্ঞ  হলেও 'অচিনপুরী' হিসেবে  চিকিৎসক জহিরুল ইসলাম সারাদেশে সিলেটের আঞ্চলিক গানের এক ক্ষণজন্মা ব্যক্তি হিসেবে বেশ খ্যাতি লাভ করেছেন।

ছামির মাহমুদ/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।