ঘুড়ি ওড়াতে গিয়ে বন্ধুর হাতে খুন হলো কিশোর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:০১ এএম, ৩০ জুন ২০২০
ফাইল ছবি

বগুড়ার শিবগঞ্জে ঘুড়ি উড়াতে গিয়ে সহপাঠীর হাতে খুন হয়েছে কিশোর হৃদয়। মোকামতলা ইউনিয়নের পার-আঁচলাই গ্রামের কৃষক আজাহার আলীর ছেলে হৃদয় (১৫)।

জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হৃদয় ও তার সহপাঠীরা বোয়ালমারী ব্রিজের কাছে মাঠে ঘুড়ি ওড়াচ্ছিল। এক পর্যায়ে হৃদয় ও একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে পিয়াসের (১৭) বাগবিতণ্ডা হয়। এ সময় পিয়াস তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে হৃদয়কে ছুরিকাঘাত করে। এতে সে রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার নবাগত ওসি এসএম বদিউজ্জামান জানান, বিষয়টি জানার পর ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পিয়াসের মা পিয়ারা বেগম ও বাবা জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।