করোনাভাইরাসে ফরিদপুরে প্রথম পুলিশের মৃত্যু
ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. হাফিজুর রহমান (৫৩) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মারা গেছেন। ফরিদপুরে এই প্রথম কোনো পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। মঙ্গলবার (৩০ জুন) ভোররাতে ঢাকার তেজগাঁয়ের ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাফিজুর রহমান মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের ঘাষিয়ারা গ্রামের রজব আলী মোল্লার ছেলে। তিনি ফরিদপুর সদর কোর্টে পুলিশের উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত জেলায় ১৩২ জন পুলিশ সদস্যের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একমাত্র হাফিজুর মারা গেলেন।
পুলিশ জানায়, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ২৫ জুন নমুনা দেন হাফিজুর। ২৮ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওইদিন রাতেই তাকে ফরিদপুর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে তিনি মারা যান। সন্ধ্যায় মাগুরার শ্রীপুর উপজেলার ঘাষিয়ারা গ্রামের পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।
বি কে সিকদার সজল/আরএআর/এমকেএইচ