ফরিদপুরে করোনা আক্রান্ত ৩ হাজার ছাড়াল
ফরিদপুর জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯১ জনে। এর মধ্যে শনিবার আক্রান্তের সংখ্যা ১১৮ জন। জেলার স্বাস্থ্য বিভাগ বলছে, গত এক মাসে করোনা শনাক্তের বৃদ্ধির হার সর্বাধিক।
জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২৮ জন। এর মধ্যে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারমান মো. লোকমান হোসেন মৃধা, দুই পুলিশ সদস্য ও মুক্তিযোদ্ধা রয়েছেন। জেলায় করোনায় আক্রান্তের মধ্যে পুলিশ সদস্য, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও ব্যবসায়ীর সংখ্যা বেশি।
সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, জেলার নয় উপজেলায় শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯১ জন। এর মধ্যে ফরিদপুর সদরে রয়েছে ১ হাজার ৬১৯ জন। ইতোমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে গেছেন ৯৮০ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫০ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা আরও বলেন, করোনায় মারা গেছেন ২৮ জন। এর মধ্যে ভাঙ্গা উপজেলায় রয়েছেন ১১ জন। গত এক মাসে জেলায় সর্বাধিক আক্রান্ত হয়েছে ওই উপজেলায়।
ফরিদপুরে পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বলেন, করোনার মহামারিতে জেলা পুলিশ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ২৩৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সুস্থ হয়েছেন ৯০ জন। মারা গেছেন দুই পুলিশ সদস্য। নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত করোনাযুদ্ধে কাজ করতে হচ্ছে প্রতিটি পুলিশ সদস্যকে। করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিকে দাফন-কাফনের ব্যবস্থাও পুলিশ করছে। যে কারণেই আমাদের আক্রান্তের সংখ্যাও বেশি।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, ফমেকে একটি পিপিআর ল্যাব রয়েছে। এখানে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার এ পর্যন্ত ১৩ হাজার ৬৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পেন্ডিং রয়েছে ৮২২টি নমুনা।
বি কে সিকদার সজল/এএম/জেআইএম