৪ মাস পর ঢাকা-রাজশাহী রুটে বিমান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২১ জুলাই ২০২০

দীর্ঘ চার মাস পর ঢাকা-রাজশাহী রুটে বিমান চলাচল শুরু হয়েছে। বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের একটি বিমান ঢাকা থেকে ১২ জন যাত্রী নিয়ে মঙ্গলবার (২১ জুলাই) বেলা সোয়া ১১টায় রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দরে পৌঁছে।

নভোএয়ারের রাজশাহী স্টেশন ম্যানেজার আতিকুর রহমান জানান, প্রথম দিন হওয়ায় যাত্রী কম হয়েছে। আস্তে আস্তে যাত্রী বাড়বে।

তবে ইউএস বাংলার প্রথম ফ্লাইটটি মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা থেকে ছাড়ার কথা থাকলেও তা বাতিল হয়। ইউএস বাংলার রাজশাহীর স্টেশন ম্যানেজার মোশারফ হোসেন জানান, ১৭ জন যাত্রী নিয়ে আসার কথা ছিল। সেটা বিকেলে আসবে।

এদিকে ঢাকা-রাজশাহী রুটে বাংলাদেশ বিমানের কোনো বিমান এখনও চালু হয়নি। বাংলাদেশ বিমানের রাজশাহী জেলা ব্যবস্থাপক হেলাল উদ্দীন জানান, করোনাভাইরাসের কারণে গত ১৪ মার্চ তাদের বিমান চলাচল বন্ধ হয়। আগামী সেপ্টেম্বরের আগে চালুর সম্ভাবনা নেই।

শাহ মখদুম বিমান বন্দরের স্টেশন ম্যানেজার সেতাফুর রহমান জানান, ফ্লাইট চলাচল শুরু হয়েছে। তবে যাত্রী কম।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।