এক পাঙাশের দাম ৩১ হাজার টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২১ জুলাই ২০২০

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির পাঙাশ মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে জয়নাল সরদার নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

পরে সকাল ৮টার দিকে দৌলতদিয়া মাছ বাজারের একটি আড়ৎ থেকে এক হাজার ২৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ২৫০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। এ সময় বিশাল আকৃতির মাছটি দেখতে সেখানে ভিড় করে উৎসুক জনতা।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, মাছটি কিনে কিছু লাভে ঢাকায় পাঠিয়ে দিয়েছি। এখন নদীতে পানি বেশি থাকায় মাঝে মাঝে বড় বড় মাছ পাওয়া যাচ্ছে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।