১ লাখ ৩০ হাজার ইয়াবা ফেলে নদী সাঁতরে পালাল পাচারকারীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৮ জুলাই ২০২০
টেকনাফে বিজিবির অভিযানের মুখে এক লাখ ৩০ হাজার ইয়াবা ফেলে নাফ নদ সাঁতরে পালাল পাচারকারীরা

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানের মুখে এক লাখ ৩০ হাজার ইয়াবা ফেলে নাফ নদ সাঁতরে পালাল পাচারকারীরা। সোমবার দিবাগত রাতে হ্নীলা ইউনিয়নের নাফ নদ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

ফয়সল হাসান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে হ্নীলা ইউনিয়নের নোয়া পাড়ার বিজিবির বিশেষ ক্যাম্পের এলাকা বরাবর নাফ নদ দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আসছে। এমন তথ্যের ভিত্তিতে কেওড়া বাগান সংলগ্ন এলাকায় অবস্থান নেয় বিজিবি। সোমবার রাত আড়াইটার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি বস্তা মাটিতে পুঁতে রেখে পালিয়ে যায় পাচারকারীরা।

পরে বিজিবির টহল দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তা থেকে এক লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পাচারকারীদের আটকে সারারাত অভিযান চলে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।