বেনাপোল এক্সপ্রেস ও রেল কার্গোর চলাচল দুইদিন বন্ধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১০:০৯ এএম, ০১ আগস্ট ২০২০
বেনাপোল এক্সপ্রেস

ঈদের ছুটিতে বেনাপোল-ঢাকা রেলপথে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস শনিবার ও রোববার (১ ও ২ আগস্ট) যাত্রী পরিবহন বন্ধ থাকছে। একই সঙ্গে রেলপথে ভারতের সঙ্গে দুইদিন আমদানি বাণিজ্য বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুর রহমান।

বেনাপোল রেলস্টেশন সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটিতে শনিবার ও রোববার বেনাপোল-ঢাকা রেল পথে যাত্রীবাহী বেনাপোল এক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে। একই সময় ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি বাণিজ্যে চলাচলকারী কার্গো রেল, সাইডডোর কার্গো রেলও পার্সেল ভ্যানে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ থাকবে।

আগামী সোমবার (৩ আগস্ট) থেকে স্বাভাবিক নিয়মে যাত্রীবাহী বেনাপোল এক্সপ্রেস ও পণ্য বহনকারী সব রেল কার্গো চলাচল করবে।

বেনাপোল স্থলপথের পাশাপাশি রেলপথে পাল্লা দিয়ে বেড়েছে আমদানি বাণিজ্য। এই পথে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করতে খুলনা-কলকাতা রুটে যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন’ চলাচল করছে। তবে করোনা সংক্রমণের কারণে ভারত সরকারের নিষেধাজ্ঞায় বর্তমানে বন্ধ আছে যাত্রীবাহী ট্রেন ‘বন্ধনের’ চলাচল।

জামাল হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।