বেনাপোল বন্দর দিয়ে ফের আমদানি-রফতানি শুরু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০৩ আগস্ট ২০২০

ঈদুল আজহা উপলক্ষে তিনদিন বন্ধের পর সোমবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে দু’দেশের মধ্যকার আমদানি-রফতানি বাণিজ্য। বাণিজ্য শুরুর পাশাপাশি বন্দরে শুরু হয়েছে মালামাল লোড-আনলোড কার্যক্রমও। বন্দরে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।

ছুটিতে থাকা কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছেন। দেশের বিভিন্ন শিল্প কলকারকানা ও গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের ৮০ শতাংশ কাঁচামাল আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। এখান থেকে সরকারের একদিনে ২০ কোটি টাকার রাজস্ব আয় হয়।

Benapole-01

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, সরকারি ছুটি শেষে সোমবার থেকে পুরোদমে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম এবং মালামাল খালাস প্রক্রিয়া। দ্রত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনাও দেয়া হয়েছে।

মো. জামাল হোসেন/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।