বৈরুতে নিহত সন্তানের লাশটি শুধু চান মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১০ আগস্ট ২০২০

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহত মো. রাশেদের পরিবারের এখন একটাই দাবি মৃতদেহ যেন দ্রুত দেশে আনা হয়। রাশেদের বাড়িতে চলছে শোকের মাতম। কিছুতেই থামছে না রাশেদের মায়ের কান্না। তার এখন একটাই আকুতি ‘আমার বাবা ধনের লাশ যেন আমার বুকে ফিরিয়ে দেয় বাংলাদেশের সরকার’।

রোববার (৯ আগস্ট) রাশেদের পরিচয় শনাক্ত হয় এবং বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত রাশেদ নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে। রাশেদরা দুই ভাই, দুই বোন। ভাইদের মধ্যে রাশেদ বড়। তিনি ৬ বছর ধরে লেবাননে একটি হোটেলে চাকরি করতেন।

রাশেদের মা লুৎফুন্নেছা বলেন, এখন আমার তো চাওয়ার কিছু নাই। আমি চাই দ্রুত যেন আমার বাবাধনের লাশটি দেশে আসে। আমি শুধু বাবাধনের লাশটি চাই। আমার সন্তানকে যেন আমাদের কবরস্থানে দাফন করতে পারি।

দূতাবাসের হেড অব চ্যান্সেরি ও ফার্স্ট সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ রাশেদ বিস্ফোরণের পর থেকে নিখোঁজ ছিলেন, তাকে হারুন হাসপাতালে শনিবার মৃত অবস্থায় পাওয়া গেছে।

বৈরুতে গত মঙ্গলবার ভয়াবহ দুটি বিস্ফোরণ হয়। ওই ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ ১০৮ প্রবাসী আহত হন। মারা গেছেন পাঁচজন। আহত বাংলাদেশি প্রবাসীরা দেশটির তিনটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিস্ফোরণের ওই ঘটনায় বিভিন্ন দেশের দেড় শতাধিক জন নিহতের পাশাপাশি ৬ হাজার মানুষ আহত হয়েছেন।

শাহাদাত হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।