মসজিদ মার্কেটের ছাদ থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১২ আগস্ট ২০২০
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি মসজিদ মার্কেটের ছাদ থেকে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবকের গলা ও কব্জি কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলার অগ্রভাগের কিছু অংশ ও দুই হাতের কব্জি কাটা অবস্থায় ছিল।

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোপালদী বাজার মার্কাস জামে মসজিদের তিনতলা ভবনের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাইফুল ইসলাম উপজেলার বিশনন্দী এলাকার ওসমান গণির ছেলে। তিনি গোপালদী বেপারীপাড়ার উলুকান্দি এলাকায় নানা বাতেন মিয়ার বাড়িতে থাকতেন। উপজেলার গোপালদী বাজারের মনির ফামের্সিতে কাজ করতেন। ঈদের আগে ছুটিতে গিয়ে কর্মস্থলে ফেরেননি।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, গোপালদী বাজার মার্কাস জামে মসজিদ মার্টেকের তিনতলা ভবনের ছাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার হাত ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। নিহতের দুই হাতের কব্জি ও গলার অগ্রভাগে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

শাহাদাত হোসেন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।