করোনায় রাজমিস্ত্রির কাজ করা ফুটবলারকে ডেকে নিলেন লিপি ওসমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১৭ আগস্ট ২০২০

করোনাভাইরাসের কারণে সব ধরনের ফুটবল বন্ধ হওয়ায় অনেক খেলোয়াড় অসহায় জীবনযাপন করছেন। এরই মধ্যে অর্থের অভাবে রাজমিস্ত্রির কাজ শুরু করেছিলেন নারায়ণগঞ্জের ফুটবলার আরিফ হাওলাদার। অবশেষে তাকে ডেকে নিয়ে ‘গর্বিত সন্তান’ হিসেবে সংবর্ধনা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের স্ত্রী জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা প্রশাসনের কনফারেন্স রুমে ফুটবলার আরিফ হাওলাদারকে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ টিটু।

রাজমিস্ত্রির কাজ থেকে ফুটবলার আরিফকে ফিরিয়ে এনে পুনরায় মাঠে খেলার সুযোগ করে দেয়ায় সালমা ওসমান লিপির প্রতি কৃতজ্ঞতা জানায় আরিফের পরিবার।

সংবর্ধনা অনুষ্ঠানে আরিফের প্রশংসা করে সালমা ওসমান লিপি বলেন, আরিফকে এজন্য ‘গর্বিত সন্তান’ হিসেবে সংবর্ধনা দেয়া হলো। কারণ আরিফ কারও কাছে হাত পাতেনি। হাতের কাছে যে কাজ পেয়েছে ছোট-বড় নির্ণয় না করে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। অভাবের সংসার চালাতে গিয়ে আত্মমর্যাদার কথা না ভেবে কাজ করে গেছে। এজন্য আরিফ ‘গর্বিত সন্তান’।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন বলেন, আরিফ কারও কাছে হাত না পেতে কাজ করেছে। এটাই হচ্ছে আমাদের জন্য বড় বার্তা। যারা আরিফকে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ।

অবশ্য এর আগে রাজমিস্ত্রির কাজ করা নারায়ণগঞ্জের আরিফ হাওলাদারসহ তিন অসহায় ফুটবলারের পাশে দাঁড়ায় বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি তরফদার মো. রুহুল আমিন। অন্য দুই ফুটবলার হলেন ফরিদপুরের রিপন ও খুলনার হাসান আল মামুন।

প্রসঙ্গত, দেশের সর্বোচ্চ ফুটবল আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার মো. আরিফ হাওলাদার এখন পেটের দায়ে করছেন রাজমিস্ত্রির জোগালির কাজ। একসময় ফুটবল থেকে আয় করেছেন লাখ লাখ টাকা। এখন দৈনিক ৪০০ টাকায় হাড়ভাঙা খাটুনি। যে পায়ে বল খেলতেন আরিফ, সে পা এখন রক্তাক্ত জোগালির কাজ করতে গিয়ে।

আরিফদের আদিবাড়ি ভোলায়। তবে তার বাবা মো. শাহজাহান হাওলাদার থিতু হয়েছেন নারায়ণগঞ্জে। শহরের ইসদাইরে একটি ভাড়া বাসায় থাকেন তারা। চার বোন ও দুই ভাই আরিফরা। বোনদের বিয়ে দিয়েছেন। আরিফের বাবা হার্ট স্ট্রোক করে অসুস্থ হয়ে ঘরে। নিজে ও ছোট ভাই রাব্বি হাওলাদারের ফুটবল থেকে আয়েই চলতো তাদের সংসার।

শাহাদাত হোসেন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।