কে কার লোক, কে কার ভাই সেটা দেখা আমার কাজ না : মেয়র আইভী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:৩১ এএম, ০১ সেপ্টেম্বর ২০২০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, আমি কখনো দেখি না কে কার ভাই, কে কার লোক, কে এমপির লোক, কে মেয়রের লোক-সেটা দেখা আমার কাজ না। আপনাদের ভোটের মাধ্যমে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে আপনাদের সেবা করার। এই সেবাকে আমি ইবাদত মনে করি।

৩১ আগস্ট (সোমবার) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকায় নতুন রাস্তা নির্মাণ ও বৈদ্যুতিক বাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

jagonews24

মেয়র বলেন, ‌‘আপনারা জানেন, আমি দলমতের ঊর্ধ্বে কাজ করি। আপনারা রাস্তা চেয়েছেন আমি রাস্তা দিয়েছি। রাস্তায় লাইট চেয়েছেন তা কাউন্সিলরের মাধ্যমে দিয়েছি। যতটুকু কাজ বাকি আছে, সামনে ইনশাআল্লাহ করে দেব। আমি যেখানে যে কথা দিয়েছি, সেখানে সে কথা রাখার চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘করোনাভাইরাসের প্রভাবে আমাদের কাজ ৫-৬ মাস পিছিয়ে গেছে। এজন্য বাকি কাজগুলো একটু ধীরগতিতে চলছে। আপনারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ঘুরে দেখতে পারেন আমি কোথাও কোনো কাজ করতে কার্পণ্য করিনি।’

jagonews24

মেয়র আইভী ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতনগর জেলেপাড়া এলাকায় আরও দুটি নতুন রাস্তার নির্মাণ কাজ উদ্ধোধন করেন। পাশাপাশি তিনি ওয়ার্ডে সমাজসেবা অধিদফতরের সরকারি আশ্রয়কেন্দ্রটি পরিদর্শন করেন। সেখানে আশ্রিতদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং তাদেরকে খাদ্যসামগ্রী উপহার দেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. রাশেদুর রহমান, নাসিক (১০,১১ ও ১২) ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মিনোয়ারা বেগম, নাসিক ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা প্রমুখ।

এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।