করোনায় সিলেটে অধ্যাপক ও আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ও সিলেট আইনজীবী সমিতির এক জ্যেষ্ঠ সদস্যের মৃত্যু হয়েছে।

রোববার সকালে ও শনিবার রাতে তাদের মৃত্যু হয়। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল ও করোনা আইসোলেশন সেন্টারের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করেন।

সুশান্ত কুমার মহাপাত্র জানান, সিলেট জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য শুভঙ্কর দাস চন্দন (৪০) রোববার (৬ সেপ্টেম্বর) সকালে করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরে স্বাস্থ্যবিধি মেনে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু বকর সিদ্দিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সোয়েব।

সিলেট সরকারি ভেটেরিনারি কলেজ আমলে ২০০০ সালে ড. আবু বকর সিদ্দিক শিক্ষকতা শুরু করেন। এরপর মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, অ্যানিম্যাল ও বায়োমেডিক্যাল অনুষদের ডিন, অর্থ ও হিসাব শাখার পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি সিকৃবির মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। বর্ণাঢ্য শিক্ষকতার ক্যারিয়ারের পাশাপাশি গবেষক হিসেবে তিনি প্রান্তিক হাওরের মানুষদের জন্য সমন্বিত খামার ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষে কাজ করে গেছেন।

এদিকে, অধ্যাপক ড. আবু বকর সিদ্দিকের মৃত্যুতে সিকৃবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুমের মরদেহ তার নিজ বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে সমাহিত হবার কথা রয়েছে।

ছামির মাহমুদ/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।