কাশিমপুর কারাগারে বন্দীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২০
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দী অস্ত্র ও মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম মিজানুর রহমান (৩০)। তিনি বরগুনার আমতলী থানার সাখারিয়া ফকিরবাড়ি এলাকার মৃত কাসেম ফকিরের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার নূর মোহাম্মদ মৃধা জানান, সন্ধ্যায় কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন মিজানুর রহমান। পরে প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমানের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় অস্ত্র ও মাদক মামলা ছিল। ওই মামলায় ২০১৮ সালের ২৪ ডিসেম্বর থেকে তিনি গাজীপুর জেলা কারাগারে বন্দী ছিলেন। ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি তাকে এ কারাগারে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।