ময়মনসিংহে করোনায় স্কুলশিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২০
ফাইল ছবি

ময়মনসিংহে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসিম উদ্দিন (৬৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন এবং উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাধুরগোলা গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, স্কুলশিক্ষক হাসিম উদ্দিন গত ৩১ আগস্ট করোনায় আক্রান্ত হন। পরদিন ১ সেপ্টেম্বর থেকেই তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।শুক্রবার তার অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। শনিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে তার দাফনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

মঞ্জুরুল ইসলাম/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।