ভাবিকে হত্যায় দেবরের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজবাড়ী
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০

রাজবাড়ীতে ভাবিকে হত্যা মামলায় দেবর হামেদ আলী মন্ডলকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সু্লতানা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত হামেদ আলী রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মল্লিকপাড়ার মৃত কেসতম আলী মন্ডলের ছেলে।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৪ সালের ৯ আগস্ট রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মল্লিকপাড়ায় পারিবারিক কলহের জেরে বড় ভাই হাসেম আলীর স্ত্রী পারভীনকে কুপিয়ে হত্যা করেন দেবর হামেদ আলী। ঘটনার পরদিন পারভীনের ভাই খোকন হত্যা মামলা করেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর উজির আলী বলেন, গৃহবধূ পারভীন হত্যা মামলার রায় হয়েছে। রায়ে হামেদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অন্যদের খালাস দেয়া হয়েছে।

রুবেলুর রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।