সিলেটে করোনায় একদিনে দুজনের মৃত্যু, সুস্থ ৬৩
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুজন। নিহতদের মধ্যে একজন সিলেটের, অপরজন সুনামগঞ্জের বাসিন্দা। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৬৩ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেটের ৩৬ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ১০ জন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, গত ১৫ এপ্রিল থেকে আজ ২৫ সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ২০১৪ জন মারা গেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১৫৫ জন, সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজারে ২১ জন।
সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন মোট ১০ হাজার ১৩৯ জন। এরমধ্যে সিলেট জেলার সর্বোচ্চ ৫ হাজার ২৭০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৫ জন, হবিগঞ্জে ১ হাজার ২৯১ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৫৩৩ জন সুস্থ হয়েছেন।
এছাড়া সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় তিন চিকিৎসক ও এক আইনজীবীসহ আরও ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৮৫ জন।
এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৭৫৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩০৮, হবিগঞ্জে ১ হাজার ৭৩৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ৬৮২ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৬ জন।
পাশাপাশি গত ১০ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৮ হাজার ৯৭৮ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৮ হাজার ৮৪ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৮৯৪ জন।
ছামির মাহমুদ/এমএএস/জেআইএম