অবশেষে জামিন পেলেন আলাউদ্দিন জিহাদি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০
মুফতি আলাউদ্দিন জিহাদি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমির হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার মুফতি আলাউদ্দিন জিহাদির জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আলাউদ্দিন জিহাদির জামিন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান।

নারায়ণগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, মুফতি আলাউদ্দিন জিহাদির আইনজীবী জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক।

১৮ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর তাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য মুফতি আলাউদ্দিন জিহাদি।

এ নিয়ে সমালোচনা শুরু হলে আরেকটি স্ট্যাটাস দিয়ে দুঃখপ্রকাশ করেন আলাউদ্দিন। একই সঙ্গে আগের স্ট্যাটাসটি মুছে ফেলেন তিনি।

এরই মধ্যে আল্লামা শাহ আহমদ শফীকে কটূক্তি করায় নারায়ণগঞ্জ দেওভোগ মাদরাসার খতিব হেফাজত নেতা হারুন অর রশিদ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

ওই মামলায় ২০ সেপ্টেম্বর মুফতি আলাউদ্দিন জিহাদিকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে, মুফতি আলাউদ্দিন জিহাদিকে গ্রেফতারের প্রতিবাদে নারায়ণগঞ্জসহ দেশব্যাপী নানা কর্মসূচি পালন করে আহলে সুন্নাত ওয়াল জামাত। এছাড়া রোববার নারায়ণগঞ্জে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।

শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।