এক ইলিশের দাম ৪ হাজার টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৭ অক্টোবর ২০২০

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে জেলেদের জালে বড় একটি ইলিশ, একটি পাঙাস ও একটি রুই মাছ ধরা পড়েছে। বুধবার (৭ অক্টোবর) ভোররাত থেকে সকাল পর্যন্ত পৃথক তিন জেলের জালে মাছগুলো ধরা পড়ে।

মাছগুলোর মধ্যে ইলিশের ওজন ২ কেজি ৩০০ গ্রাম, পাঙাস ২৩ কেজি ও রুই ১০ কেজি। পড়ে সকালে মাছগুলো দৌলতদিয়া ঘাটের আনোয়ার খাঁনের আড়তে থেকে নিলামে স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা কিনে নেন।

rajbari03.jpg

তিনি ইলিশটি ১৫০০ টাকা কেজি দরে কিনে ১৭৫০ টাকা কেজি দরে মোট ৪ হাজার টাকা ও রুইটি ১৯০০ টাকা কেজি দরে কিনে ২ হাজার টাকা কেজিতে মোট ২০ হাজার টাকায় ঢাকার ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন। এছাড়াও তিনি পাঙাসটি ১৪০০ টাকা কেজি দরে ৩২ হাজার ২০০ টাকায় কিনেছেন। যা এখনও বিক্রি হয়নি।

rajbari03.jpg

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে তিনি ঘাটের আনোয়ার খাঁনের আড়ত থেকে ২৩ কেজি ওজনের পাঙাস মাছটি ১৪০০ টাকা কেজি দরে মোট ৩২ হাজার ২০০ টাকা দিয়ে কিনেছেন। একটু লাভে ১৪৫০ টাকা কেজিতে বিক্রির আশায় মোবাইলে দেশের বিভিন্ন স্থানের ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।

রুবেলুর রহমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।