পাঁচ মাসের মধ্যে রাজশাহী বিভাগে সর্বনিম্ন করোনা শনাক্ত
গত পাঁচ মাসের মধ্যে শুক্রবার (৯ অক্টোবর) রাজশাহী বিভাগে সবচেয়ে কম সংখ্যক মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওইদিন বিভাগের আট জেলার মধ্যে রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় চারজন করে এবং জয়পুরহাটে দুইজনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
গত মে মাসের পর একদিনে রাজশাহী বিভাগে এটিই সর্বনিম্ন করোনা শনাক্তের রেকর্ড। শনিবার (১০ অক্টোবর) সকালে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল শুক্রবার বিভাগে ৩৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ২১ জন, বগুড়ায় ১৩ জন এবং পাবনায় তিনজন করোনামুক্ত হয়েছেন। বিভাগে করোনায় নতুন কারও মৃত্যু হয়নি।
রাজশাহী বিভাগে এখন পর্যন্ত ২০ হাজার ৩৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩১০ জন। করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৫৭১ জন।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমএস