রাজশাহীতে ২১ হাজার ছাড়াল করোনা রোগী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ০১ নভেম্বর ২০২০
ফাইল ছবি

রাজশাহী বিভাগে প্রাণঘাতী করোনা সংক্রমণ ছাড়িয়েছে ২১ হাজার। শনিবার নতুন ৫২ জনের করোনা ধরা পড়ায় বিভাগের আট জেলায় করোনা শনাক্ত দাঁড়িয়েছে ২১ হাজার ২৩ জনে।

বিভাগে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২০ জন। এছাড়া করোনা জয় করেছেন ১৯ হাজার ৮১৭ জন।

রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য বলেন, শনিবার বিভাগের নাটোরে একজন, নওগাঁয় চারজন, জয়পুরহাটে দুজন, বগুড়ায় ১৫ জন, পাবনায় আটজন, সিরাজগঞ্জে দুজন এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ আট হাজার ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ হাজার ১৫৯ জনের করোনা ধরা পড়েছে রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৭৯২ জন, নওগাঁয় এক হাজার ৩৩৭ জন, নাটোরে এক হাজার ৪৮ জন, জয়পুরহাটে এক হাজার ১৩৩ জন, সিরাজগঞ্জে দুই হাজার ২৫৭ জন এবং পাবনায় এক হাজার ২১৭ জনের করোনা ধরা পড়েছে।

শনিবার বিভাগে ৩৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এদিন নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বিভাগে এ পর্যন্ত বগুড়ায় ১৭৩ জন, রাজশাহীতে ৫০ জন, নওগাঁয় ২১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, সিরাজগঞ্জে ১৩ জন, নাটোরে ১২ জন, পাবনায় ১০ জন এবং জয়পুরহাটে সাতজনের প্রাণ নিয়েছে করোনা।

ফেরদৌস সিদ্দিকী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।