এমপি নুরুল ইসলাম তালুকদার করোনায় আক্রান্ত
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাংসদের ছেলে মারুফ ইসলাম তালুকদার প্রিন্স।
তিনি জানান, এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসার পাশাপাশি করোনা পরীক্ষার জন্য ওইদিন তার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন তার ফলাফল পজিটিভ আসে।
মারুফ ইসলাম তালুকদার প্রিন্স তার বাবার সুস্থতা কামনা করে সকলের দোয়া চেয়েছেন।
এফএ/এমএস