ঈশ্বরগঞ্জে মাস্ক না পরায় ১৯ জনকে জরিমানা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাস্ক না পরায় ১৯ জনকে ২১ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে ঈশ্বরগঞ্জ বাজার ও পৌরসভা মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৪ পথচারী ও ৫ ব্যবসায়ীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
করোনাভাইরাস প্রতিরোধে ও মাস্ক বাধ্যতামূলক করতে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন।
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আব্দুল কাদের মিয়া।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, বিকেলে উপজেলার পৌরসভা মোড় ও বাজারে করোনাভাইরাস রোধে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহারের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরায় ১৪ পথচারী ও ৫ ব্যবসায়ীকে ২১ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়েছে। করোনা প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মঞ্জুরুল ইসলাম/এমএসএইচ