মাকে খুঁজছে হারিয়ে যাওয়া শিশুটি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ( নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:২৪ এএম, ২৯ নভেম্বর ২০২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার জালকুড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুটি মানসিক প্রতিবন্ধী। সে তার নাম পরিচয় কিছুই বলতে পারছে না বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, শিশুটিকে জালকুড়ি এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। শিশুটি মানসিক প্রতিবন্ধী।

তিনি বলেন, শিশুটি তার নাম পরিচয় বলতে পারছে না। সে শুধু বলছে ‘আমার মা কোথায়?’

এদিকে থানা পুলিশের ফেসবুক পেজে শিশুটির ছবি প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ শিশুটিকে চিনে থাকলে ০১৩২০০৯০৪২৯ অথবা ০১৩২০০৯০৪৩৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

এসকে শাওন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।