হ্যান্ডকাফ নিয়ে দৌড়ের চেষ্টাও বৃথা গেল দুই যুবকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০১ ডিসেম্বর ২০২০

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন-উপজেলার সান্তাহার পৌর এলাকার উপরপোওতা গ্রামের নুরুল ইসলামের ছেলে গোলাম রাব্বানী (২৫) ও ছাতিয়ান গ্রামের সাগরপুর গ্রামের আকবর আলীর ছেলে আসাদুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্তাহার পৌরশহরের সাইলো সড়কে সোমবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সেখান থেকে থানার উদ্দেশে নেয়ার পথে সান্তাহার খাড়ির ব্রিজ নামক স্থানে তারা দুজন হ্যান্ডকাফ পড়া অবস্থায় দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ ধাওয়া করে তাদের ধরে ফলে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, মঙ্গলবার ওই দুই যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।