ভারত থেকে বাংলাদেশ ঢুকতে গিয়ে ১৪ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০২০

সিলেটে মানবপাচারকারী চক্রের দুই সদস্যসহ ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

রোববার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় সিলেট নগরের দক্ষিণ সুরমা এলাকার হুমায়ুন রশীদ চত্বর থেকে তাদের আটক করা হয়।

সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

র‍্যাব-৯ এর এএসপি এ কে এম কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৬টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে দুই মানবপাচারকারী ও ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব-৯ এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে ইন্ডিয়া রোহিঙ্গা ক্যাম্পের চারটি আইডি কার্ড জব্দ করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে রোহিঙ্গারা ভারত থেকে সিলেট সীমান্ত দিয়ে গোপনে বাংলাদেশে প্রবেশ করেন। তাদের উদ্দেশ্য ছিল কক্সবাজারস্থ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া।

বর্তমানে দুই মানবপাচারকারী ও ১৪ জন রোহিঙ্গা র‍্যাবের হেফাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে রোহিঙ্গাদের নিজ ক্যাম্পে এবং মানবপাচারকারীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ছামির মাহমুদ/এসএমএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।