সোনারগাঁয়ে শিরশ্ছেদ করে মুদি ব্যবসায়ীকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ০৭ ডিসেম্বর ২০২০

নারায়ণগঞ্জর সোনারগাঁ উপজেলায় বিল্লাল হোসেন (৫০) নামের এক মুদি ব্যবসায়ীকে শিরশ্ছেদ করে হত্যার পর তার মাথা নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

সোমবার (৭ ডিসেম্বর) উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া মিরেরটেক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন উপজেলার কলতাপাড়া মিরেরটেক গ্রামের মৃত রইজউদ্দিনের ছেলে। তিনি মিরেরটেক এলাকায় মুদি দোকানের ব্যবসা করতেন।

পরিবারের সদস্যরা সোমবার বাড়ির পাশের জঙ্গলে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে তারা লাশের শারীরিক গঠন, হাতের ব্যাগ, মোবাইল ও পরনের কাপড় দেখে তার পরিচয় শনাক্ত করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের জন্য ক্রাইম সিনের সদস্যদের খবর দেয়। পরে দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের চাচাতো ভাই লোকমান হোসেন জানান, গত রোববার রাত ৮টার দিক বিল্লাল হোসেন তার মুদি দোকান বন্ধ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলেও আর ফেরেননি। পরিবারের লোকজন মোবাইল ফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি। সোমবার দুপুরে বাড়ির পিছনের জঙ্গলে তার ছেলে ফয়সাল হাসান তার বাবার দেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে বিষয়টি জানাজানি হয়।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।

শাহাদাত হোসেন/এসএমএম /এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।