গাজীপুরে ট্রাক চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

গাজীপুরে ট্রাক চাপায় চালকসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগরীর ভোগড়া এলাকায় ঢাকা-বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে উল্টো পথে ভোগড়া বাইপাস মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় টাঙ্গাইলগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকের নিচে চাপা পড়ে চালকসহ অটোরিকশার তিন যাত্রী মারা যান। দুর্ঘটনার পর পুলিশ চালকসহ ট্রাকটি আটক করলেও হেলপার পালিয়ে যান।

আমিনুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।