পুকুরে দুর্বৃত্তদের দেয়া বিষে নিঃস্ব মাছচাষি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গায় একটি পুকুরে বিষ ঢেলে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের মুটরা গ্রামের চতলার বিল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় পুকুর মালিক মাছচাষি কামাল সর্দার শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

চাষি কামাল সর্দার জানান, প্রতি বছরের মতো এবারও ইজারা নিয়ে পুকুরটিতে মাছ চাষ করেছিলেন তিনি। দুদিন আগে রাতের কোনো একসময় দুর্বৃত্তরা সেখানে বিষ ঢেলে দেয়। এতে বৃহস্পতিবার থেকে পুকুরের মাছ মরে ভেসে উঠতে থাকে।

কামাল আরও জানান, পুকুরটি এ বছর দেড় লাখ টাকায় ইজারা নিয়ে ঘের তৈরি করে শোল, গজার, কৈ, শিং, বোয়াল, চিতলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ চাষ করেছিলেন তিনি। হঠাৎ করেই এ ঘটনায় তার মাথায় যেন বাজ পড়েছে।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি ধার-দেনা করে এখানে টাকা খাটিয়েছি। মাছগুলো মরে যাওয়ায় চরম বিপদে পড়েছি।’

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া বলেন, ‘দুর্বৃত্তদের শনাক্ত করতে সর্বাত্মক চেষ্টা করা হবে। ক্ষতিগ্রস্ত চাষিকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।’

ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী জানান, ‘বিষয়টি জেলা মৎস্য কর্মকর্তাকে জানিয়ে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।’

বি কে সিকদার সজল/এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।