বগুড়ায় বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০

বগুড়ায় অনিবন্ধনকৃত ‘জিংসিং’ ও ‘লায়ন’ ব্র্যান্ডের ৩৬০ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দের পর ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে শহরের কাঁঠালতলা ছাতাপট্টিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা শহরের কাঁঠালতলা ছাতাপট্টিতে অভিযান চালান। অভিযানে ওষুধ আইন-১৯৪০ অনুযায়ী অবৈধভাবে লাইসেন্সবিহীন, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ওষুধ মজুদ ও বিক্রির অপরাধে পান্না স্টোরের মালিক পান্নাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

দোকানটি থেকে অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দের পর পৌরসভার জেলখানার পাশে ডাম্পিং স্টেশনে নিয়ে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়।

এ অভিযানে বগুড়া জেলা ঔষধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক সরিফুল ইসলাম ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলী উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।