‘চিনি ভেবে’ ইঁদুরের বিষ খেয়ে শিশুর মৃত্যু, আরেকজন হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০

গাজীপুরে ইঁদুরের বিষ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরেক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার দেওয়ালিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সনিয়া। তার বয়স চার বছর। গুরুতর অসুস্থ শিশুর নাম কথামণি বলে জানা গেছে। তার বয়স পাঁচ বছর।

নিহত সনিয়া সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার তাড়াবাড়ির সফিকুল ইসলামের মেয়ে। আহত কথামণি একই থানার বালিশা বাড়ির দুলালের মেয়ে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে উভয়ের পরিবারের লোকজন কর্মস্থলে যান। এমন সময় ফাঁকা বাসায় ইঁদুরের বিষ চিনি মনে করে এক শিশু আরেক শিশুকে খাইয়ে দেয়। এতে তারা গুরুতর অসুস্থ হলে প্রথমে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পথে সনিয়ার মৃত্যু হয় এবং শিশু কথামণিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আমিনুল ইসলাম/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।