ইউপি নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করায় প্রাণনাশের হুমকি
গাজীপুরের কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করায় সম্ভাব্য এক প্রার্থীকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জামিল ওয়াহিদ মুহিদ সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) এই তরুণ চেয়ারম্যান প্রার্থী।
জিডির বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, বিষয়টি তদন্ত করতে একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।
জামিল ওয়াহিদ মুহিদ মোক্তারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেনের ছেলে ও বাংলাদেশ ইয়াং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বাইমা) সভাপতি। তার বাড়ি একই ইউনিয়নের মৈশাইর গ্রামে।
জামিল ওয়াহিদ জানান, আসছে ইউপি নির্বাচনে তিনি মোক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। সেজন্য তিনি ইউনিয়নের কাজ করে যাচ্ছেন। কিন্তু তার কাজ দেখে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার প্রতিপক্ষ হিসেবে কাজ করছে। তিনি বিভিন্ন সময় প্রতিহিংসার শিকার হচ্ছেন। সম্প্রতি তাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘সম্প্রতি অপরিচিত একটি মোবাইল (০১৮৩৬৫৫৬৯২৮) নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইলে কল আসে। কলটি রিসিভ করতেই অপরপ্রাপ্ত থেকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন এবং বলেন, ‘চেয়ারম্যান নির্বাচন করার শখ হইছে তোর না? প্রাণে বাঁচতে চাস তো ভালোই ভালোই কেটে পড়। তা নাহলে চেয়ারম্যান নির্বাচন করার সাধ মিটাইয়া দিব।’ পরে আমি বিষয়টি স্থানীয় কালীগঞ্জ থানায়কে অবহিত করে একটি সাধারণ ডায়েরি করি।’
এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিকুর রহমান জানান, বিষয়টি নিয়ে তদন্তে তারা মাঠে নেমেছেন। তদন্তের স্বার্থে এর বাইরে আর কিছু বলতে চাননি পুলিশের ওই কর্মকর্তা।
আব্দুর রহমান আরমান/এসআর/এমএস