ময়লার ওপর দাঁড়িয়ে মানববন্ধন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২০

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে পাথারপাড়া এলাকায় সড়কের দু’পাশে ফেলা হচ্ছে বাসাবাড়ি ও কারখানার বর্জ্য। এতে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নদী পরিব্রাজক দল শ্রীপুর উপজেলা শাখা।

সমাবেশে দ্রুত ময়লার ভাগাড়টি সরিয়ে অন্যত্র নেয়ার দাবি জানান সংগঠনের নেতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে পাথারপাড়া এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

jagonews24

বক্তারা বলেন, সড়কের দু’পাশে মিল-কারখানা, কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির দু’পাশে বিভিন্ন স্থানে ময়লা ফেলায় সড়কটি যেন আবর্জনা ফেলার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে পথচারীসহ স্থানীয়রা। এ সময় দ্রুত ময়লার ভাগাড়টি সরিয়ে অন্যত্র নেয়ার দাবি জানান তারা।

নদী পরিব্রাজক দল শ্রীপুর উপজেলা শাখার সভাপতি সাঈদ চোধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিয়ার আলী কলেজের সহযোগী অধ্যাপক আহাম্মাদুল কবীর, সহকারী অধ্যাপক সাজেদুল ইসলাম সুরুজ, শিক্ষক জয়নুল আবেদীন স্বপন, পর্যটক শফিকামাল, জোবায়ের আহমেদ, কলিম উদ্দিন, আবুল কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

শিহাব খান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।