শীতলক্ষ্যায় অবৈধভাবে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ১০:০৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০

গাজীপুরের শ্রীপুর উপজেলার নান্দিয়াসাঙ্গুইন এলাকার শীতলক্ষ্যা নদীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মো. ইব্রাহিম বিএসসি নামের এক বালু ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় তাকে মাটি কাটার ওই অংশ ভরাট করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন। দণ্ডিত ইব্রাহিম বিএসসি উপজেলার বরমী গ্রামের সিরাজ উদ্দিন ছেলে।

jagonews24

বুধবার (২৩ডিসেম্বর) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।

jagonews24

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারজানা নাসরিন জানান, দীর্ঘদিন ধরেই শীতলক্ষ্যা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ ছিল। বিভিন্ন সময় অভিযান চালিয়েও হাতেনাতে কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে মাটি কাটার খবর পেয়ে অভিযান চালানো হয় এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইব্রাহিম বিএসসি নামের ওই বালু ব্যবসায়ীকে আটক করা হয়। পরে সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি মাটি কেটে নেয়া স্থানগুলো ভরাট করার নির্দেশ দেয়া হয়।

শিহাব খান/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।