গাজীপুরে অজ্ঞান পার্টির ৪ সদস্য ও ৩ ছিনতাইকারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০

গাজীপুরে অজ্ঞান পার্টির চার সদস্য ও তিন ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাব-১ এর সদস্যরা।

সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‍্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডর লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, চান্দনা চৌরাস্তা এলাকায় একদল মলম ও অজ্ঞান পার্টির সদস্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে আটটার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির চার সদস্যকে আটক করা হয়।

আটকরা হচ্ছে- মো. সজীব হোসেন (১৯), মো. রনি হোসেন (১৯), মো. মামুন মিয়া (৪০) ও মো. নাহিম (১৮)।

এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার, চাকু, অজ্ঞান কাজে ব্যবহৃত চারটি মলম, নগদ টাকা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া রাত সাড়ে ১২টার দিকে নগরীর সালনা ব্রীজের উত্তর পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

এরা হচ্ছে- মো. মোগল হোসেন (২৫), মো. নাজমুল হাসান (২৭) ও মো. হাইকুল ইসলাম (১৯)।

তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি চাপাতি ও একটি সুইচ গিয়ার উদ্ধার কর হয়।

আমিনুল ইসলাম/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।