গাজীপুরে ‘চেতনায় স্বাধীনতা’ স্মারক ভাস্কর্যের উদ্বোধন
গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে ‘চেতনায় স্বাধীনতা’ স্মারক ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ ভার্চুয়ালি এর উদ্বোধন করেন। এ সময় অনলাইনে যুক্ত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান।
উদ্বোধন শেষে আইজিপি বলেন, আমাদের জাতিসত্তার মূল চালিকা শক্তি মুক্তিযুদ্ধের চেতনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটিয়েছিলেন। আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরতে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম।
তিনি আরও বলেন, ১৯৫২ থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি সংগ্রামে অগণিত মানুষ আত্মত্যাগ করেছেন। বাংলাদেশ এখন উন্নয়নের আদর্শ হিসেবে পরিগণিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
জেলা পুলিশ সুপার শামসুন্নাহারে সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির ও গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
উল্লেখ্য, গাজীপুরে ‘চেতনায় স্বাধীনতা’ স্মারক ভাস্কর্য স্থাপন করা হয়েছে। নৌকার আদলে তৈরি করা হয়েছে এটি। এর মাঝখানের মূল বেদীতে সবার ওপরে ব্রোঞ্জের তৈরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নিচের দু’সারিতে জাতীয় চার নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ, শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলী ও শহীদ এএইচএম কামরুজ্জামানের প্রতিকৃতি রয়েছে।
দৃষ্টিনন্দন এ ভাস্কর্যটির দু’পাশে চারটি করে মোট আটটি সচিত্র ফলক রয়েছে। যাতে ৫২, ৫৪, ৫৬, ৫৮, ৬২ ৬৬, ৬৯, ৭০ ও ৭১-এর মহান মুক্তিযুদ্ধ প্রতিফলিত হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস